বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার ওলামা বিভাগ কর্তৃক সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কটিয়াদী উপজেলার স্বপ্নগঞ্জ কমিউনিটি সেন্টারে আজ (০৬ সেপ্টেম্বর) শনিবার দুপুর দুইটায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ওলামা বিভাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম নুরীর সভাপতিত্বে এবং মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামাতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী পাকুন্দিয়া আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, ফেকামারা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে ডঃ আবুল কালাম আজাদ বাশার বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামী রাষ্ট্র কায়েমের কোন বিকল্প নেই। বিগত স্বৈরাচার সরকার গত ১৭ বছর ইসলামপন্থীদের উপর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহুর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।