মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে অনুষ্ঠিতব্য যুব ম্যারাথন বাস্তবায়ন কমিটির প্রস্তুতি মূলক সভা গতকাল শনিবার দুপুরে মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনভারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, মহানগরী সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, আব্দুল মঈসসহ যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর আয়োজিত ‘যুব ম্যারাথন’ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে দায়িত্বশীলদের মাঝে দায়িত্ব বন্টন করা হয়। উপস্থিত দায়িত্বশীলদের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাজের অংশগ্রহণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।