বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, দেশে ধনী-গরীবের মধ্যে বৈষম্য বেড়েছে। গত ১৬ বছরে এই বৈষম্য আরো প্রকট হয়েছে। ধনীরা ধনী হয়েছে। গরীব আরো গরীব হয়েছে। ব্যায় বেড়েছে কয়েক গুণ। কিন্তু ইনকাম বাড়েনি। যার কারণে নিম্নআয়ের মানুষদের কষ্ট হচ্ছে। আগামী দিনে এদেশের দরিদ্র মানুষগুলোকে কিভাবে স্বাবলম্বী করা যায়, সেই ব্যপারে রাজনৈতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজ সচেতন ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে এই সমস্যা দূর করতে হবে।
তিনি সোমবার (২৪ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের তরোয়া হযরত কাবুল শাহ্ মাজার প্রাঙ্গণে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, দেশে আর কোন স্বৈরাচার আসতে দেয়া হবে না। যাতে এদেশের সম্পদ লুটপাট করতে না পারে। দেশের দরিদ্র, কৃষক, শ্রমিক, মেহনতী মানুষ আগামীতে যাতে সুখে শান্তিতে থাকতে পারে সে জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সি.আই.পি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহম্মেদ মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক আওলাদ হোসেন মোল্লা, দেলোয়ার হোসেন দুলাল, নাজমুল হক ভূঞা প্রমুখ।