মৌলভীবাজার সদর উপজেলার আগনসী গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে আগনসী এলাকার সুজন মিয়ার পুত্র কালাম মিয়া (৪০) নতুন কাপড় দেয়ার কথা বলে বুদ্ধি প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে। পরে দরজা আটকিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় বাবা দৃষ্টি প্রতিবন্ধী অন্য কক্ষে বিছানায় শুয়েছিলেন। ছোট ভাই ও মা এসময় বাহিরে ছিলেন। ধর্ষক কালাম ঘর থেকে বের হয়ে চলে গেলে ধর্ষিতা বিষয়টি আসপাশের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য মো: সুহেলকে জানালে তারা কালামকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত কালাম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মেডিকেল পরীক্ষার জন্য বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।