খুলনা ব্যুরো

নগরীর দৌলতপুর থানাধীন ১ নং ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলা, জলাবদ্ধতা, স্বাস্থ্যঝুঁকি ও নারী–শিশু নিরাপত্তাহীনা সমাধানে জনসংলাপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। বণিকপাড়া, মণিকতলা, উত্তর রেলীগেটসহ পাবলা ও মহেশ্বরপাশা এলাকায় গণসংযোগকালে তিনি ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে পরিকল্পিত ও টেকসই সমাধানের আশ্বাস দেন। শিল্প ও শ্রমিক অধ্যুষিত এই এলাকায় বর্ষা মওসুমে জলাবদ্ধতা, দুর্বল ড্রেনেজ ও স্যানিটেশন সংকট নিত্যদিনের সমস্যা বলে জানান স্থানীয়রা।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা সব ক্ষেত্রেই পরিকল্পিত উন্নয়ন জরুরি। মা-বোনদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমি এখানে শুধু আপনাদেরকে দেখার জন্য আসি নাই বরং আপনাদের কথা শোনার জন্য এসেছি। আপনাদের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও মর্যাদা এসব আমার অঙ্গীকারের মূল ভিত্তি। আমি আপনাদের আশ্বাস দিতে চাই আপনারা নিরাপদ, সুস্থ এবং স্বাধীন জীবনযাপন করবেন। আপনারা জানেন, শক্তিশালী নারী সমাজে একেবারেই অন্যরকম শক্তি থাকে। যখন নারী সুস্থ, নিরাপদ এবং স্বাধীন থাকে, তখন পুরো পরিবার, সম্প্রদায় এবং সমাজ এগিয়ে যায়। আপনারা শুধুমাত্র পরিবার নয় সমাজের অগ্রগতি ও পরিবর্তনের মূল চালিকাশক্তি। দাড়িপাল্লা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক। নির্বাচিত হলে কথা নয়, কাজের মাধ্যমে পরিবর্তন আনবো।”

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর আইবিডাব্লিউএফ সেক্রেটারি এস এম আজিজুল ইসলাম স্বপন, বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, বিএল কলেজ ছাত্রশিবির অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী, দৌলতপুর উত্তর সেক্রেটারি সালমান ফারসি, ১ নং আমীর মো. রেজাউল কবির, সেক্রেটারি মাওলানা সেলিম রেজা, ১ নং ওয়ার্ড মহিলা জামায়াত সেক্রেটারি হালিমা জব্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার, সেক্রেটারি ওসমান, ছাত্রশিবিরের ১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ সামসুল হক, ছাত্রশিবিরের সেক্রেটারি মিনহাজুর রহমান, জামায়াত নেতা এ বি এম মহিউদ্দিন আলমগীর, ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক হাবিবুর রহমান কানু, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ইউসুফ মিয়া, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, শ্রমিক নেতা সেলিম, আব্দুল হালিম, লায়লি বেগম, সুরাইয়া কান্তা, নাজমা আক্তার, মিস মায়েশা, আয়েশা, জালাল শেখ, আব্দুল্লাহ, বেলায়েত, জাহাঙ্গীর, জিয়া, শহীদুল, জয়নাল আবেদীন, ইয়াসিন, মিজানুর রহমান, শহিদুল আলম, আরিফ, রোজিনা মিয়া, ছাত্রশিবির নেতা আব্দুল ওয়াসি, আব্দুল্লাহ ইসলাম, তাজুল ইসলাম, ওসমান, তানভীর আজাদ ওভি, নাজিম খান, হাফেজ আব্দুল্লাহ, এস কে আলামিন, হাফেজ আরাফাত, আজিজুল ইসলাম, খায়রুল বাশারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অধ্যাপক মাহফুজুর রহমান শিশু, তরুণ, যুবক ও বৃদ্ধ মা-বোনদের দোয়া চান।