খুলনা মহানগরীর দৌলতপুর মুহসীন মোড়স্থ গুর”ত্বপূর্ণ পুরাতন সাতক্ষীরা সড়কটি দীর্ঘদিন বেহাল দশায় পড়ে আছে। খুলনা সিটি বাইপাস সড়কের সাথে সরাসরি মিলিত হওয়াই, এই সড়কের গুরুত্ব আরো বেড়েছে। বেহাল সড়কটি ধরে প্রতিদিনই অসংখ্যক ভারীসহ সব ধরনের যানবাহন চলাচল করে থাকে। এছাড়া শাহপুর, আড়ংঘাটা, গাইকুড়সহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের শহরে আসার গুরুত্বপূর্র্ণ সড়কও এটি। একই সাথে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র ২৪ ঘন্টা জুড়ে জর”রী নাগরিক পরিসেবা দিতে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হচ্ছে ওই বেহাল সড়কের কারণে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খুলনা (এলজিআরডি)’র অধিভুক্ত এই সড়কটি দীর্ঘদিন খানাখন্দ ও ছোট-বড় গর্তে বেহাল দশায় পড়ে থাকলেও যেন দেখা কেউ নেই। খুলনার বিভিন্ন এলাকায় নতুন নতুন সড়ক নির্মান বা সংস্কার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই এই গুরুত্বপূর্ণ সড়কটিতে সংস্কারে।
কারণে সংস্কারের অভাবে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার ছুটে কর্মব্যস্ত মানুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীদের। এছাড়া সামনে বর্ষাকাল আসছে, তখন আরো দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। এমতাবস্থায় দ্রততম সময়ের মধ্যে সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন দূর্ভোগে পড়া স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, দৌলতপুর উপশহরের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খুলনা অঞ্চল), কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউট, সরকারি মুহসীন মাধ্যমিক ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ অনেক স্থাপনা এই সড়ক সংলগ্নে।
এছাড়া সিটি বাইপাস সড়কের সরাসরি মিলিত হওয়ায় কারণে এই সড়কটি দিয়ে প্রতিদিনই অসংখ্যক ছোট, বড়, মাঝারী ও ভারী যানবহন চলাচল করে। অপরদিকে জরুরী পরিসেবা দেওয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নাগরিক সেবা দিতে গিযে চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে ওই বেহাল সড়কের কারণে। উঁচু নিঁচু গর্ত, খানাখন্দে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়না। যার ভোগান্তি পেতে হচ্ছে সড়ক ধরে ছুটে চলা কর্মব্যস্ত মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের। তারা দ্র”ত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষপ কামনা করেছেন।