সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলীতে গত ৬ মার্চ নিহত শাহেদ আহমদের লাশ পতাকা বৈঠকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা গুলীবিদ্ধ শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি-১৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম কবির, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম এবং ভারতের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নিহত শাহেদ আহমদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে। কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম জানান, পতাকা বৈঠক শেষে শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

ধর্ষণের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ: মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ দেশব্যাপী ধর্ষণ, হত্যা ও অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হল ও মেয়েদের হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের মুক্তমঞ্চের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’ ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে কখনো ভাবতে পারিনি। আজ আমরা এখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজপথে নেমেছি। আমরা চাই একটা ধর্ষকও যেন আর মুক্ত বাতাসে না ঘুরে। স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে তারা আরও বলেন, আমরা এই নরপশুদের ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি চাই। যদি শাস্তি দিতে না পরেন তাহলে পদত্যাগ করতে বাধ্য হবেন। তারা বলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও মেয়েদের দোষ দিয়ে বক্তব্য দিয়েছেন। এ অন্তর্বতীঁ সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা এদেশের নাগরিক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসবের সুষ্ঠু জবাব চাই। তা না হলে তাকে পদত্যাগ করতে হবে।