গ্রাম-গঞ্জ-শহর
মহাসড়ক নিরাপদ এবং যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের ব্যাপক কর্মসূচি
রংপুর বিভাগের সকল মহাসড়ক আসন্ন ঈদুল ফিতরে নিরাপদ এবং যানজট মুক্ত রাখতে বাংলাদেশ হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পক্ষ থেকে ব্যপক নিরপত্তা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
Printed Edition

রংপুর বিভাগের সকল মহাসড়ক আসন্ন ঈদুল ফিতরে নিরাপদ এবং যানজট মুক্ত রাখতে বাংলাদেশ হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পক্ষ থেকে ব্যপক নিরপত্তা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে রংপুর বিভাগের প্রবেশ দ্বার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জকে ঘিরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী এলাকার মহাসড়ক এলাকায় অতিরিক্ত অর্ধশত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, বড়দরগাহ, শঠিবাড়ী এবং তারাগঞ্জ এলাকায় অতিরিক্ত পেট্রোল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত পুলিশ ফোর্স মহাসড়কে দিন-রাত বিরতীহীন অব্যহত টহল প্রদান এবং জরুরি ভাবে যে কোন অপরাধ প্রতিরোধে ও যাত্রী নিরাপত্তা প্রদানে সচেষ্ট রয়েছে। একই সাথে ঢাকাগামী সকল নৈশকোচের যানবাহনে ভিডিও করার কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে গৃহিত নিরপত্তা কার্যক্রম পর্যবেক্ষণে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, বড়দরগাহ এবং শঠিবাড়ী এলাকার বিভিন্ন পয়েন্ট সরেজমিন পরিদর্শন করেছেন। এ সময় তিনি গোবিন্দগঞ্জে বিভিন্ন কাউন্টার মাষ্টারদের সাথে মতবিনিময় করেন। হাইওয়ে পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, বড়দরগাহ, শঠিবাড়ী এলাকার সড়ক নিরাপত্তার জন্য চলমান সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার ব্যাপারে সড়ক বিভাগের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের সাথেও মতবিনিময় করেন।