বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন;

আওয়ামীলীগ মানবতার শত্রু, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। মানবতার কল্যাণ ও দেশের স্বার্থে ১৭টি বছর আওয়ামীলীগ কিছুই করেনি। বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন,

মামলা-হামলা আর জুলুম-নির্যাতন করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন চালু করেছিল। নিষ্ঠুর হাসিনা জাহিলিয়াতের র্নিমমতাকে মারিয়ে মানবতা, মনুষ্যত্বকে পদদলিত করে ফ্যাসিস্ট হাসিনা এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এ জাতিকে রক্ষায় ও হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩৬ জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানে তরুণ যুব সমাজই রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তাই, জাতি পেয়েছিল মুক্তির স্বাদ। সুতরাং, সেই মুক্তির মোহনায় একটি মানবিক বাংলাদেশ বির্নিমাণ ও অবহেলিত চৌহালীবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই । গতকাল শনিবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চৌহালী উপজেলার উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক কমিটির সভাপতি, সেক্রেটারি ও প্রধান পোলিং এজেন্টসহ ৮টি বিভাগীয় ভোট কেন্দ্রের নির্বাচনী কমিটির দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চৌহালী উপজেলা আলীয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত, চৌহালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আমীর মাওঃ আবু সাইদ মোহাম্মদ ছালেহ এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল বাশার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আমীর ও সিরাজগঞ্জ-৫ আসন কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা নায়েবে আমীর, সিরাজগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক অধ্যাপক নূর-উন-নবী সরকার। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নায়েবে আমীর ও আসন কমিটির ওলামা প্রতিনিধি উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,বেলকুচি উপজেলা সেক্রেটারি ও আসনের অফিস সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, চৌহালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল হালীম আনসারী, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি ও আসন কমিটির প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওঃ মাহবুবুর রশিদ শামীম,আসন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জামায়াত নেতা অধ্যাপক মাওঃ গোলাম আযম,আসন কমিটির শ্রমিক প্রতিনিধি শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন,আসন কমিটির ছাত্র প্রতিনিধি সিরাজগঞ্জ জেলা শিবির নেতা এরশাদ আলী,জামায়াত নেতা রবিউল ইসলাম ও বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী প্রমূখ। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ও স্থল ইউনিয়ন বাদ দিয়ে চৌহালী অঞ্চলের ৫টি ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত প্রায় ৭’শতাধিক পুরুষ ও নারী প্রতিনিধিরা অংশ নেয়।

সম্মেলনে প্রধান অতিথি জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম, চৌহালীর নদী শাসন ও ভাঙ্গন রোধ,চৌহালীর অবকাঠামোগত উন্নয়নসহ সুবিধাবঞ্চিত চৌহালী বাসীর কল্যাণে কাজ করে যাওয়ার ও পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত সকলের কাছে ভোট চান ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।