চট্টগ্রামে নতুন করে ১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে ১০ জনই নগরীর বাসিন্দা। সম্প্রতি সংক্রমণ ফের শুরু হওয়ার পর এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে, আর মৃত্যু হয়েছে ছয়জনের। মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন ল্যাবরেটরিতে মোট ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে একজন ফটিকছড়ি উপজেলার এবং একজন মীরসরাই উপজেলার বাসিন্দা। বাকিরা সবাই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত ৯০ জনের মধ্যে ৭৯ জনই মহানগরীর এবং বাকি ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে তিনজন নগরীর এবং তিনজন উপজেলার।