গাজীপুর-৬ সংসদীয় আসনের অন্তর্গত ৫৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।
মঙ্গলবার সকাল থেকে তিনি টঙ্গী বাজার, তুরাগ নদীর আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে একান্ত আলাপ করেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন।
মতবিনিময়কালে ব্যবসায়ীরা নদীর অব্যবস্থাপনা, রাস্তা-ঘাটের বেহাল দশা, ব্রিজ সংস্কারের বিলম্ব, এবং স্থায়ী বাজার ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ড. হাফিজুর রহমান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, টঙ্গী বাজার ও তুরাগ তীরবর্তী এলাকা গাজীপুরের অর্থনীতির প্রাণকেন্দ্র। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করব। তুরাগ নদী সংস্কার, স্থায়ী বাজার উন্নয়ন, অবকাঠামো উন্নতি এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিই হবে আমার অগ্রাধিকার।
তিনি আরও বলেন, ব্যবসায়ী সমাজ হচ্ছে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। তাদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়ন না হলে দেশের উন্নয়নও সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ন্যায়ের রাজনীতির চেতনায় আমরা এমন এক সমাজ গড়ব, যেখানে উন্নয়ন ও মানবকল্যাণ পাশাপাশি চলবে।
গণসংযোগ ও মতবিনিময় সভায় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পুরো এলাকায় ড. হাফিজুর রহমানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ, উচ্ছ্বাস ও আশাবাদের পরিবেশ সৃষ্টি হয়।