চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। হামলার জন্য বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ও তার অনুসারীদের দায়ী করেছে এনসিপি।

এনসিপি নেতাদের অভিযোগ, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই রাত সাড়ে ১১টার দিকে দুই নেতাকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের কর্মী মঈন উদ্দীন মাহিন।

হাসপাতালে এনসিপির নেতাকর্মীরা পুলিশ ও সাংবাদিকদের জানান, তারা পটিয়া থেকে চন্দনাইশে নিজ বাড়িতে ফেরার পথে ১০–১২ জনের একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা মুখ চেপে ধরে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়, এ হামলার পেছনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। উল্লেখ্য, ধনাঢ্য ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। অতীতে তিনি আওয়ামী লীগ সরকার এবং তৎকালীন এক আইজিপির ঘনিষ্ঠ হিসেবে আলোচিত ছিলেন। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের ‘সমর্থনে’ চেয়ারম্যান নির্বাচিত হন বলে অভিযোগ রয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে জসিম উদ্দিন আহমেদকে ‘খুনি ও স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার প্রার্থিতা বাতিলের দাবি জানায়।

হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজের সামনে এনসিপির নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।