জামায়াতে ইসলামী ঢাকা জেলা সাভার উপজেলা আয়োজিত সাভার সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপি শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা হলো মহান আল্লাহর বাছাইকৃত মানুষ। তাই সমাজ পরিবর্তনে অতীতে যেভাবে ইসলামীষ্টরা ভূমিকা পালন করে সুন্দর সোনালী ইতিহাস ও কল্যানকর রাষ্ট্র কায়েমে নিরলসভাবে কাজ করেছে আমরাও সেই পথ অনুসরণ করে কাজ করব। আমাদের মান উন্নয়ন করতে হবে তিনটি উপায়ে প্রথমত জ্ঞান অর্জনের মাধ্যমে দিতীয়ত আমলে সালেহার মাধ্যমে এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের তৎপরতার মাধ্যমে। তিনি আরো বলেন বর্তমান সময়ে রাজনীতিতে যে অবস্থা বিরাজমান জনগণ মনে করছে আগামীতে আমাদের প্রিয় বাংলাদেশ একটি শান্তি-সমৃদ্ধি ও কল্যাণকর রাষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এমন পরিবেশ সৃষ্টি করতে হবে নিজেদের মানন্নোয়ন করার মাধ্যমে।

উপজেলা আমীর মুহাম্মদ আবুদল কাদের এর পরিচালানায় ও থানা সহকারী সেক্রেটারি আঃ রহীম ব্যবস্থাপনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ ইমদাদুল হক। আরো বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য মোঃ কামারুজ্জামান, তুরাব আলী, কারিমুল মাওলা প্রমুখ।