সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় আনার দাবি জানিয়েছে “কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটি।”

মঙ্গলবার জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান কমিটির আহ্বায়ক হাজী মো. শহিদুল্লাহ।

বক্তারা বলেন, কুতুবপুরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস হলেও উন্নত সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। আংশিক নয়, সম্পূর্ণ ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

“যদি পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনে না আনা হয়, আমরা আন্দোলনে নামবো।” দাবি আদায়ে লিফলেট বিতরণ, মানববন্ধন ও জনসমাবেশসহ ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেয় কমিটি।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. নুরুল হক জমাদ্দার ও সদস্য সচিব এস.এম. কাদিরসহ কমিটির অন্যান্য সদস্যরা।