মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মধিপুর নিবাসী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড সভাপতি কারা নির্যাতিত মজলুম ওয়ার্ড দায়িত্বশীল মোঃ খোয়াজ মিয়া (৬০) ৫ আগষ্ট জেলার গণমিছিলে অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী চৌধুরী বাজারে গেলে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি ইন্তিকাল করেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তিনি। মিছিলে আর যাওয়া হলো না খোয়াজ মিয়ার। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ও সেক্রেটারী এক যুক্ত বিবৃতিতে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। আল্লাহ্ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস যাতে নসীব করেন এবং পরিবার-পরিজনদের সবরে জামিলের তৌফিক দান করেন।