গাজীপুরে সাবেক স্ত্রী রোমা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল আসামি মোঃ খোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।

তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই গাজীপুর ইউনিটের ইনচার্জ, পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ জানায়, ৮ বছর আগে নোটারি পাবলিকের মাধ্যমে রোমা আক্তার ও খোরশেদ আলমের বিয়ে হয়, তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। তবে দাম্পত্য জীবনে নির্যাতনের কারণে রোমা চলতি বছরের ৮ মে খোরশেদ কে ডিভোর্স দেন। এরপর রোমা গাজীপুর মহানগরের সদর থানার টেক কাথোরা এলাকায় নিজ বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস শুরু করেন এবং একটি মুদি দোকান চালাতেন।

গত ২৮ সেপ্টেম্বর সকালে দোকান থেকে বাড়ি ফেরার সময় খোরশেদ আলম ওৎ পেতে থেকে ধারালো ছোরা দিয়ে রোমাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে রোমার মেয়েকে হত্যার হুমকি দিয়ে ঘরে আটকে রেখে সে পালিয়ে যায়। আহত রোমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলাটি প্রথমে জিএমপি সদর থানা তদন্ত করলেও পরে পিবিআই নিজস্ব উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। পিবিআইয়ের তদন্তে জানা যায়, তালাকের পর রোমা অন্য এক ব্যক্তিকে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে খোরশেদ আলম এই হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে সংঘটিত করে।

গ্রেফতারের পর খোরশেদ আলম আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা, পিবিআই গাজীপুরের পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত দ্রুত অগ্রসর হচ্ছে। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।