জামালপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে জেলা বিশেষ রুকন সম্মেলন ২১ নভেম্বর শুক্রবার বিকালে উইজডম ল্যাবরেটরি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর এবং জামালপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জেলা জামায়াতের সেক্রেটারি ও জামালপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক জেলা আমীর জামালপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকনদের সংখ্যার অনুপাতে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন। জামালপুর জেলায় একজনকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নির্বাচন সম্পন্ন করার জন্য জেলার রুকনদের ভোট নেয়া হয়।
প্রধান অতিথি সাঈদী বলেন, অনেক রক্ত ও জীবনের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ পেয়েছি। অনেকে আজ সেই জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে চায় না। আমাদের দাবি নির্বাচন কমিশন সহ প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করে, অবাধ নিরপেক্ষ এবং ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করেই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। পরিবেশ তৈরির আগে যেমন নির্বাচন চাই না, আবার নির্বাচন বিলম্বিত হোক আমরা সেটাও চাই না।
রুকনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা জেনে বুঝে সংগঠনের রুকন হয়েছি, আমরা শপথ নিয়েছি এবং এর উপর প্রতিষ্ঠিত থাকবো। জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তিনি রুকনদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির আহ্বান জানান।