১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ পক্ষ সফল করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে বিআইএ মিলনায়তনে দাওয়াতি পক্ষ উপলক্ষে আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতের মূল লক্ষ্যে পৌঁছাতে দাওয়াতি কাজের কোনো বিকল্প নেই। দাওয়াত মুমিন জীবনের মিশন। জামায়াতে ইসলামী এদেশের সর্বস্তরের মানুষের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছাতে চায়। ১৫ দিন ব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দাওয়াত পৌঁছে দিতে হবে। প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রমজীবী, পেশাজীবীসহ সকল শ্রেণির মানুষকে দাওয়াতের আওতায় নিয়ে আসতে হবে। এদেশের মানুষ জামায়াতের দিকে তাকিয়ে আছে। জামায়াতে ইসলামী এদেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে এবং প্রত্যাশা পূরণ করবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, গণসংযোগ পক্ষে গ্রুপভিত্তিক দাওয়াতি কাজে দাওয়াতি বই ও উপকরণ নিয়ে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের মাঝে কুরআনের ইসলামী দাওয়াত নিয়ে যেতে হবে। তাহলেই আমরা সত্যের স্বাক্ষী হতে পারবো। সমাজের তৃণমূল থেকে সংগঠনের নেতৃত্ব গড়ে তুলতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশ, রাষ্ট্র ও সমাজ গঠনে চট্টগ্রাম মহানগরী জামায়াত অগ্রণী ভুমিকা পালন করবে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকির হোছাইন, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, হামেদ হাসান ইলাহী, মাওলান মমতাজুর রহমান, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম, ইঞ্জিনিয়ার আতহার উদ্দিন, আবুল মোকাররম, আব্দুল গফুর, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাইল, আহমদ খালেদুল আনোয়ার, মাওলানা জাকির হোসাইন, অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভূঁইয়া, অধ্যক্ষ আব্দুল হান্নান, সুলতান আহমদ, নুরুল আলম, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, আলতাফ উদ্দীন, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, এডভোকেট আরিফুর রহমান, আ ন ম মসরুর হোসইন প্রমুখ।