চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন, এখলাসপুর ইউনিয়ন ও জহিরাবাদ ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর থেকে সারাদিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আবদুল মোবিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি জামায়াতে ইসলামী করি, জামায়াত চায় এ দেশে শরিয়া আইন প্রতিষ্ঠা। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন—আপনি আল-কুরআনের পক্ষে রায় দেবেন, নাকি আল-কুরআনের বিপক্ষে রায় দেবেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান, উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির, ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদার, ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর দায়িত্বশীল মোঃ মাসুদ সরকার, মোঃ জাব্বার দেওয়ান, মোঃ বাবুল প্রধান, হযরত আলী ও আবদুল লতিফ লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর, এখলাসপুর ও জহিরাবাদ ইউনিয়নের দায়িত্বশীল আবদুল আল মামুন, আব্দুস সাত্তার মৃধা, কামাল হোসেন, হাফেজ হান্নান।

চরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন— আবুল কালাম মোল্লা, মানিক, টিপু, মো. নবীর হোসেন ও মো. সাইফউদ্দিন।