রাজবাড়ী সংবাদদাতা : জামায়াত কর্মীদের নৈতিক বলে বলিয়ান হয়ে রাজনৈতিক প্রজ্ঞার সাথে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে। এখন থেকে জামায়াত কর্মীরা কোন ভাল কাজে পিছিয়ে থাকবে না।

রাজবাড়ী জেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল ডঃ এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাজবাড়ী জেলা জামায়াতের উদ্যোগে জেলা ও উপজেলা কর্মপরিষদ, শূরা সদস্য এবং পৌরসভা ও ইউনিয়ন সমুহের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সমাবেশ স্থানীয় রতœা কমিউনিটি সেন্টারে সোমবার বেলা ৪টায় অনুষ্ঠিত হয়।

জেলা সেক্রেটারি মোঃ আলীমুজ্জামান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর এ্যাডঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাংগঠনিক সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফরিদপুর জেলা আমীর মোঃ বদরুদ্দীন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য মোঃ শামসুল ইসলাম আল বরাটি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্থানীয় সংগঠন কে শক্তিশালী নেতৃত্ব তৈরির ব্যাপারে ভূমিকা রাখতে হবে, জামায়াত নেতাদের অনেক বেশি জনসম্পৃক্ত হতে হবে। জামায়াত কর্মীদেরকে মানুষের মন, মগজ এবং চরিত্র সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, এই চেষ্টায় হতাশ হওয়ার সুযোগ নেই। একজন মজবুত ঈমানদার কোন ধরনের লোভ লালসার কাছে পরাজিত হবে না, এটা হচ্ছে ঈমানের প্রথম এবং প্রধান দাবি। জামায়াত কর্মীরা পরকালের কঠিনতম দিনে মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে জবাবদিহির অনুভূতি নিয়ে ময়দানে কাজ করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার জেলা কর্মপরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন জেলা কর্মপরিষদ সদস্য মোঃ হারুন অর রশীদ, রাজবাড়ী পৌরসভা আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান বালিয়াকান্দি উপজেলা আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দার সহ আরও অনেকে।