কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমীর অধ্যাপক আব্দুর রব মিয়ার স্ত্রী ও ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল সংগঠনের রুকন নাজনীন আক্তার মুক্তা (৪৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোরে ঢাকা ইবনে সিনা হসপিটালে ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। শনিবার সন্ধ্যায় আমবাড়িয়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। জানাযায় ইমামতি করেন মরহুমার স্বামী জামায়াতের নেতা আমবাড়িয়া ইউনিয়নের আমীর অধ্যাপক আব্দুর রব মিয়া। জানাযাপূর্ব বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, মিরপুর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, হালসা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, মাওলানা সগীর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসীন, জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।