কবির আহমদ, সিলেট ব্যুরো : ২০২৫ সালের এসএসসি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে, রয়েছে শুধু ব্যবহারিক পরীক্ষা। আগামী ২৬ জুন থেকে সারাদেশে সকল শিক্ষাবোর্ডের ন্যায় সিলেট শিক্ষাবোর্ডেও শুরু হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি)। কিন্তু ১টি পরীক্ষা শেষ হলো অপরটি আগামী মাস থেকে শুরু হলেও সিলেট শিক্ষা বোর্ডে প্রায় সাড়ে ৪ মাস যাবৎ নেই কোন পরীক্ষা নিয়ন্ত্রক।

সিলেট শিক্ষাবোর্ডসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ ডিসেম্ভর, সহযোগী অধ্যাপক পদমর্যাদার পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল অবসরে যান। এরপর থেকে অদ্যাবদি কোন পরীক্ষা নিয়ন্ত্রককে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেট শিক্ষাবোর্ডে পাঠানো হয়নি। শিক্ষাবোর্ডের প্রধান ৩ কর্মকর্তা মূলত সকল কার্যক্রমের গুরুদায়িত্ব পালন করেন এর মধ্যে একজন চেয়ারম্যান, অপরজন সচিব এবং তৃতীয় ব্যক্তি হলেন পরীক্ষা নিয়ন্ত্রক। শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও এমসি কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সিলেটের কৃতীসন্তান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, সচিব মৌলভীবাজারের কৃতীসন্তান প্রফেসর চৌধুরী মামুন আকবর এই দুইজন কর্মরত থাকলেও তৃতীয় কর্মকর্তা পরীক্ষা নিয়ন্ত্রক নেই দীর্ঘদিন ধরে। ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক থাকার কোন বিধান না থাকায় ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রকরা সিনিয়রিটি অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে বোর্ড সূত্রে জানা যায়। ৩ জন ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রকের মধ্যে মোঃ সাইফুল ইসলাম প্রথমে থাকায় তার উপর অনেক দায়িত্ব অর্পিত হয়েছে।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী গতকাল মঙ্গলবার বিকেলে দৈনিক সংগ্রামকে জানান, ‘গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল অবসরে যাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় নতুন কোন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ প্রদান করেনি।’ তিনি বলেন ‘চলতি বছরের এই মাসেই এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা নিয়ন্ত্রক খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকার পরও বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী কাজকর্মে আন্তরিক হওয়ায় সহজে গুরুত্বপূর্ণ কাজও চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে।’ তবে তিনি আশা করেন শীঘ্রই সিলেট শিক্ষাবোর্ডে একজন পরীক্ষা নিয়ন্ত্রক যোগদান করবেন।