মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জেলা ছাত্রলীগের সহসভাপতি ও ৭ মামলার আষামি আব্দুস সামাদ আজাদ (৩১) ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্রেশনে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। আটককৃত আব্দুস সামাদ আজাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন। মৌলভীবাজার মডেল থানা ওসি গাজী মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আমরা গোপন সূত্র জানতে পেরেছি সে বেনাপোল দিয়ে ভারত চলে যাবে আমাদের আবেদনের প্রেক্ষিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যক্তির নামে ৭টি মামলা আছে বলে যানান। আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।