নেত্রকোনা সংবাদদাতা : দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বৈষম্য নিরসনে অবিলম্বে ১০ম গ্রেড (২য় শ্রেণী) পদমর্যাদা বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়েছে। ১৭ ডিসেম্বর সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সদর হাসপাতাল নেত্রকোনায় অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো জহিরুল ইসলাম তালুকদার বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা চরম পেশাগত অবহেলার শিকার। উচ্চতর ডিপ্লোমা ডিগ্রিধারী এই পেশাজীবীরা দীর্ঘকাল ধরে ১১তম গ্রেডে অবস্থান করছেন, যা সমমানের অন্যান্য কারিগরি পেশার তুলনায় স্পষ্ট বৈষম্য।
বিবৃতিতে উত্থাপিত প্রধান দাবিসমূহ:
গ্রেড বৈষম্য দূরীকরণ: নার্সিং এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের সমমানের ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এই বৈষম্য দ্রুত দূর করতে হবে।
আন্তঃমন্ত্রণালয় সমন্বয়: আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত গেজেট প্রকাশ ও প্রশাসনিক আদেশ জারির আহ্বান জানানো হয়েছে।