আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ জানুয়ারী বেলা ১২ টায় উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলীয় কার্যালয়ে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই শাখার আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি অনুষ্ঠানে মো.আশরাফুল ইসলাম লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৫১ নওগাঁ -৬ (আত্রাই -রাণীনগর) সংসদীয় আসন ধানের শীষ প্রতীকে দল বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান আলোচক নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু। বিশেষ আলোচক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মো.ময়নুল হক লিটন,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মো. নাসিম ইকবাল পলাশ, যুগ্ম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.খোরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মো. পারভেজ ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু শোক প্রকাশ করে বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু তে শোকের এই মাসে আমরা একসাথে তার বিদেহী আত্মাকে সম্মান জানিয়ে দেশ মাতা বেগম খালেদা জিয়ার দেশ গড়ার যে প্রত্যয় সেটিকে বাস্তবে পরিণত করতে সকল কে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।