সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও গাজীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী ডা. মাজহারুল আলম।
পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দুর্গাপূজা বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী উৎসব যা যুগের পর যুগ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়ে আসছে। এ উৎসবে কোনো প্রকার বিঘ্ন ঘটুক বিএনপি তা চায় না। তিনি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, “তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা হলো—বিএনপি এ ঐতিহ্যকে সর্বোচ্চ সম্মান করে এবং এর নিরাপত্তা বিধান নিশ্চিতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মাফিকুর রহমান সেলিম, বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, বাড়িয়া পূজা উদযাপন কমিটির সভাপতি সিবাস দাস, সাধারণ সম্পাদক গোপি দাস, বড় কয়ের পূজা কমিটির সভাপতি রঞ্জন দাস টিটু ও সাধারণ সম্পাদক বলরাম দাস, ছোট কয়ের পূজা কমিটির সভাপতি জয়দেব চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক প্রদিব চন্দ্র দাস।
আরও উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম খন্দকার, বাসন থানা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, গাছা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আলম মাস্টার, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ জলিল মন্ডল, জেলা জিয়া পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মোঃ সাইফুল মোল্লা, বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি রওশন, যুগ্ম সম্পাদক বাতেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাহফিকুল হক মাসুম, যুবদল সভাপতি হাসিবুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক সজিব সরকার, ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান মনির, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মেহেদী হাসান, ১৩ নং ওয়ার্ড বিএনপির ফারুক আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, শ্রমিকদল নেতা মোঃ আকবর হোসেন, মোঃ বিল্লাল রায়হান রনি মন্ডলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।