গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-তে সামার ২০২৫ টার্মের বিএস ও এমএস পর্যায়ের নবভর্তি শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এক নতুন আশার আলো নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণের সঞ্চার হয়। বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান ছিল ঐতিহ্য, গবেষণা, শিক্ষা ও স্বপ্নের এক সম্মিলিত রূপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রফেসর ড. মাহাম্মদ সাইফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারী ও নতুন ভর্তি হওয়া বিএস পর্যায়ের ৪৩৫ জন, এমএস পর্যায়ের ৪৮ জন এবং পিএইচডি পর্যায়ের ৪ জন শিক্ষার্থীসহ মোট ৪৮৭ জন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ।
গ্রাম-গঞ্জ-শহর
গাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের প্রাণবন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-তে সামার ২০২৫ টার্মের বিএস ও এমএস পর্যায়ের নবভর্তি শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
Printed Edition
