সাভার সংবাদদাতা: সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের আয়োজনে বিজ্ঞান মেলা ও কৃতী শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভার থানা রোডে মামুন পার্টি প্যালেসে এ বছর ১৪২ জন শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।

জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মিঞা মোঃ নূরুল হক। প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও জাতির জন্য অবদান রাখার বিষয়ে উৎসাহ প্রদান করেন। তিনি আরো বলেন, জাবাল-ই-নূর ফাউন্ডেশন সাভারের যে শিক্ষার আলো ছড়িয়েছেন তা অতি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়বে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন কিং সাউদ ইউনিভার্সিটি স্কলার মুহাম্মদ ইউসুফ আল মাক্কী, সাভার মডেল কলেজের অধ্যক্ষ ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসাইন। এছাড়াও সাভার অঞ্চলের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপারবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা সর্বপ্রথম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জুলাই গ্যালারি ও বিজ্ঞান মেলা পরিদর্শন করেন। এ গ্যালারি পরিদর্শন করার সময় জাবাল-ই-নূর দাখিল মাদরাসার ছাত্র শহীদ ছায়াদ মাহমুদের গুলীবিদ্ধ বিভিন্ন ছবি দেখে অতিথিবৃন্দ আবেগে আপ্লুত হন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। এই বিজ্ঞান মেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণের অনুপ্রেরণা লাভ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন।