নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আব্দুল ওয়াহাব রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী পৌর প্রশাসক মো. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক স্বাগত বক্তব্যে তাঁর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বলেন, আমি আপনাদের সকলের সহযোগীতা নিয়ে নরসিংদীর সার্বিক কল্যাণে কাজ করতে চাই। বর্তমানে যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধানে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি সমস্যাগুলো সমাধানে আন্তরিকতার সহিত কাজ করে যাবে। এছাড়া, আগামী ২০ বছরের জন্য আপনারা সাংবাদিকগণ নরসিংদীর কেমন উন্নতি দেখতে চান সেগুলো আমাকে জানাবেন। কারণ আপনারা সমাজের দর্পণ।

সমাজের সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। আপনাদের লেখনির মাধ্যমে তাদের সমস্যাগুলো আমি জানতে পারবো। আর যে কোন সময় আপনাদের সমস্যাগুলো আমার সাথে সরাসরি অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখিত ভাবে জানাবেন। আমি সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করব।

আপনাদের সাথে প্রতি মাসে অথবা প্রতি ৩ মাসে অন্ততঃ একবার করে মতবিনিময় সভায় মিলিত হওয়ার আশা রাখি। সেখানে আমি আমার কাজের আপডেট আপনাদেরকে অবহিত করবো।