নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর মাধাবদীতে রাতে স্ত্রী মানসুরা বেগমকে শ^াষরুদ্ধ করে হত্যা করার পরদিন সকালে স্বামী রাজু মিয়া নিজেই বাবুরহাট বাজারের ধুমকেতু সংঘ মাঠ সংলগ্ন একটি ভবনের কার্ণিশের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। মাধবদী থানা পুলিশ সকালে উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রাজু মিয়া বালুসাইর গ্রামের আলী আহম্মেদের ছেলে এবং মানসুরা একই গ্রামের আব্দুল আলীর মেয়ে বলে জানা গেছে। তারা উভয়েই বালুসাইর গ্রামে বসবাস করতো। দীর্ঘ ১৫ বছর সংসার জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন ধরে মানসুরা-রাজু দম্পত্তির পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে রাজু তার স্ত্রীর মানসুরা বেগম (৩৮) কে গলায় উড়না পেচিয়ে শ^াষরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন শনিবার সকালে পাশর্^বর্তী শেখেরচর বাবুরহাট বাজারের ধুমকেতু সংঘ মাঠ সংলগ্ন একটি ভবনের তিনতলার কার্নিশে রশিতে ঝুলন্ত রাজুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা স্ত্রীকে হত্যা করে শোক সইতে না পেরে রাজু নিজেই আত্মহত্যা করেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।