ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহে জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত। শনিবার (২২ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে উক্ত রুকন সম্মেলনের আয়োজন করা হয়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারে সঞ্চালনায় ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক এবং জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. সামীউল হক ফারুকী, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম।
ড. সামিউল হক ফারুকী, আগামী ২০২৬-২০২৮ শেসনের জন্য ময়মনসিংহ জেলা ও মহানগর থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচন এর ভোট গ্রহণ করেন।
উক্ত সম্মেলনে নতুন করে ৮৪ জন পুরুষ ও মহিলা রুকন শপথ গ্রহণ করেন।
রুকন সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগের সহকারী সেক্রেটারি ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, শূরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, ইঞ্জিয়ার আব্দুল বারী সহ জামায়াতে নেতৃবৃন্দ।