চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে নানি-নাতনির মৃত্যুর তিনদিনের মাথায় গোসল করতে নেমে রেজিয়া বেগম প্রকাশ মনোয়ারা (৪৮) নামে এ মহিলা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৮ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফরেস্টর অফিস সংলগ্ন কালাপাইনে নামে স্থানে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রেজিয়া বেগম ওই এলাকার মৃত মাহাবুবুল আলমের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে খালে গোসল করতে যাই রেজিয়া বেগম। গোসলের সময় খালে পাড়ে কাপড় ও সাবান থাকলেও তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে সে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে খালের দু’পাড়ে উৎসুক জনতা ভীড় করেছে। খালে খোঁজাখুঁজি করছে স্থানীয় লোকজন।
পরে বৃহস্পতিবার সকাল থেকে খালে তল্লাশিতে নামে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সেই ডুবুরি দল দুপুর ২ টা পর্যন্ত খালে তল্লাশি করেও কোনো খোঁজ মেলেনি নিখোঁজ হওয়া মহিলার।
নিখোঁজ রেজিয়ার বড় ছেলে মো. জনি বলেন, ‘নিখোঁজের পর থেকে মাকে হন্যে হয়ে খুঁজেছি। অথৈ পানির কারণে এখনো পাইনি।