চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৪০)। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের আকরাম উল্লার ছেলে এবং বর্তমানে চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস গাঢ় গোলাপি রঙের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৯৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। ওসি আরও জানান, এসময় তার ব্যবহৃত ঢাকা মেট্রো-ল ৩৬২৯১৮ নম্বরের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক মনিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।