খুলনার সাবেক সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এর বিরুদ্ধে সরকারি কর্মচারী ( শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ মোতাবেক বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। বিভাগীয় মামলা নং ১৬০/২০২৫ । গত ২৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, শৃঙ্খলা অধিশাখা এর সচিব ডা. সুজাত এর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এর পাশাপাশি ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নিদের্শ প্রদান করা হয়। বর্তমানে ডা. সুজাত আহমেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদকে একাধিবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
খুমেক হাসপাতালের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে , খুলনা সাবেক সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তার এই দায়িত্ব নেওয়ার পর থেকেই আউটসোর্সিংয়ের ঠিকাদারের কতিপয় লোকজন ইসলামসহ বিভিন্ন ব্্যক্তির তার কাছে মোটা অংকের টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার জন্য পায়তারা করছেন।