মাগুরা সংবাদদাতা: নতুন করে কোনো কর আরোপ ছাড়াই মাগুরা পৌরসভার ২০২৫- ২৬ অর্থ বছরের জন্য ৭১ কোটি ৭১ লক্ষ্য ৯৯ হাজার ২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক, রাজনীতিবিদসহ পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আব্দুল কাদের। বাজেটে রাজস্ব ও উন্নয়ন প্রকল্পে আয় দেখানো হয়েছে ৭১ কোটি ৩৯ লক্ষ ৭৬ হাজার ৬৭৯ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৭১ কোটি ৭১ লক্ষ্য ৯৯ হাজার ২২ টাকা। গত বাজেটের প্রান্তিকদের ৯৮ লক্ষ ৩৩ হাজার ২৮৯ টাকা এবং ঘোষিত বাজেটের সমাপনী জের ধরা হয়েছে ৩২ লক্ষ্য ২২ হাজার ৩৪২ টাকা। ঘোষিত বাজেটে ড্রেনসহ কুকনা সড়কের উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ২৫ কোটি টাকা। বাজেটের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, কুতুব উদ্দিন, কিজিল হাসান খান,জেলা জামায়াতে আমীর এম বি বাঁকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক প্রকৌশলী সেলিম প্রমুখ।