চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় স্বামীর ছুরিকাঘাতে ফারজানা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত ৭ ডিসেম্বর সকালে সিদ্দিক মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফারজানা বেগম চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং প্রাণ কোম্পানির শ্রমিক ছিলেন।