পঞ্চগড় সংবাদদাতা : গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে হাজারো মুসল্লী।

শুক্রবার (১১এপ্রিল) জুম্মার নামাযের পর মার্চ ফর গাজা এর ব্যানারে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন এই স্লোগানে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিযে মুসল্লিরা জড়ো হতে থাকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। মিছিলে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন অনেকে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়েও অংশ নেন বিভিন্ন মসজিদের মুসল্লিরা। পথসভায় বক্তব্য রাখেন, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা। এসময় বক্তারা ইসরাইলের নৃশংস হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন। একই সাথে সকল ইসরাইলের পণ্য বর্জন করার আহ্বান জানান।

সাদুল্লাপুর

উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্ররোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনীদের সমর্থনে ধাপেরহাট নায়েবিয়া জামে মসজিদের প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। একই সময় সাদুল্লাপুর উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়নের মিরপুর এলাকায় ও জামালপুর ইউনিয়নের বড় জামালপুর শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলাম প্রিয় তৌহিদী জনতার আহ্বানে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নাগরপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের নাগরপুরে গাজায় ইসরাইলী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১এপ্রিল’২০২৫) বাদ জুম’আ সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বেবী স্ট্যান্ড চত্বরে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসীন ও নির্বিকার। ইসরাইলী আগ্রাসী অভিযান ও গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, ওআইসি এবং আরব দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

নকলা, শেরপুর

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ও শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ-এর শেরপুর জেলা শাখার উদ্যোগে নকলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় জালালপুর জোড়া ব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মাজহারুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি খাদিমুল ইসলামসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ ও ইসরাইলী পণ্য বর্জনের আহ্বান জানান।