গ্রাম-গঞ্জ-শহর
নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাঁচাও প্রাণ ক্ষয়ক্ষতি প্রতিপ্রাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
Printed Edition
দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাঁচাও প্রাণ ক্ষয়ক্ষতি প্রতিপ্রাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। নলছিটি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া প্রদর্শন করা হয়েছে। সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। এতে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অংশ নেন সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, নলছিটি পৌরসভার প্রধান নির্বাহী মোঃ আবুল হোসেন, রেড ক্রিসেন্ট, যুব রেড ক্রিসেন্ট কর্মী, ফায়ার সার্ভিস ইউনিট, স্থানীয় সেচ্ছাসেবকসহ নানা শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপেলক্ষে র্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। পরে নলছিটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়।