সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বানিয়ারছিট-বড়চওনা সড়কের মাচিয়া বাজার পর্যন্ত মাত্র দুই কিলোমিটার কাঁচা সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে উপজেলার বানিয়ারসিট ও মাচিয়া গ্রামের মানুষ এই কর্মসূচি পালন করে। দুই গ্রামের শতাধিক সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা কাদা সড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন। ভুক্তভোগীরা জানান, উপজেলার বড়চওনা বাজার থেকে বানিয়ারসিট বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক। এর মধ্যে বড়চওনা থেকে মাচিয়া পর্যন্ত তিন কিলোমিটার সড়ক পাকা হয়েছে। মাচিয়া থেকে বানিয়ারসিট পর্যন্ত ২ কিলোমিটার সড়ক কাঁচা থাকায় ওই গ্রামের মানুষদের বর্ষাকালে বড়চওনা বাজারের ইউনিয়ন পরিষদে যেতে কমপক্ষে ১২ কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হয়। বানিয়ারছিট বাজারের ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, উপজেলা শহর ও ইউনিয়ন পরিষদে যেতে হলে এই এলাকার মানুষের এই সড়কটি ছাড়া আর কোন বিকল্প নেই। বড়চওনা হচ্ছে উপজেলার সবচেয়ে বড় হাট। এই এলাকার উৎপাদিত পণ্য বাজারে নিতে হলে কমপক্ষে ১২ কিলোমিটার ঘুরে আড়াইপাড়া-কচুয়া হয়ে আসতে হয়। এতে কৃষকের খরচ বেড়ে যায়। বানিয়ারসিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে ফজলুল হক বলেন, মাচিয়া থেকে কমপক্ষে শতাধিক শিক্ষার্থী বর্ষাকালে হাঁটু সমান কাদা মাড়িয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসে।
গ্রাম-গঞ্জ-শহর
সখিপুুরে রাস্তা পাকাকরণের দাবিতে কাদায় দাঁড়িয়ে মানববন্ধন
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বানিয়ারছিট-বড়চওনা সড়কের মাচিয়া বাজার পর্যন্ত মাত্র দুই কিলোমিটার কাঁচা সড়ক পাকা