বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার সাবেক আমীর পেকুয়ার কৃতিসন্তান রঙ্গীখালী ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক আবুল বাশার (৭৩) গতকাল বিকাল ৩ঃ৩৫ মিনিটে চট্টগ্রামের কালামিয়া বাজারস্থ বাসায় ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাত ৯টায় কালামিয়া বাজার বাইতুন নুর মনসুরিয়া কমপ্লেক্সে ১ম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। তিনি মৃত্যুকালে ৩ মেয়ে ১ ছেলে সহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
নামাযের জানাযায় আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের প্রফেসর মমতাজ উদ্দিন কাদেরী বায়তুশ শরফ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, থানা নায়েবে আমীর আবুল মনসুর, থানা সেক্রেটারি নুর আহমদ প্রমুখ।
মরহুম আবুল বাশার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয়স্বজনকে ধৈর্যধারণ করার তৌফিক দান করেন।
উল্লেখ তিনি দীর্ঘ দিন জটিল দুরারোগ্য রোগে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার জোহরের নামাযের পর পেকুয়ায় স্থানীয় জামে মসজিদের মাঠে তার নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হবে।
বৈষম্যবিরোধী ছাত্রনেত্রী ইলার পাশে শাহজাহান চৌধুরী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী হাসপাতালে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখপাত্র ও এনসিপি নেত্রী মাহবুবা ইলা খাদিজার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
বুধবার বিকেলে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইলাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। পাশাপাশি ইলার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে চিকিৎসা ও প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন।
শাহজাহান চৌধুরী বলেন, “সততা ও আদর্শ ধরে রেখে রাজনীতিতে টিকে থাকা যেমন কঠিন, তেমনি এটি এক মহান চ্যালেঞ্জ। যারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যায়, তারাই ইতিহাসে সম্মানিত হয়।” তিনি মাহবুবা ইলার সাহসিকতা, নেতৃত্ব এবং বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি ডা. একেএম ফজলুল হক, বিডিপির নেতা আবছার উদ্দিন আহমদ পিলু, নগর সেক্রেটারি আব্দুর রহিম, সাদাত চৌধুরীসহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
উল্লেখ্য, ১৪ মে গভীর রাতে মাহবুবা ইলা জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি শ্বাসযন্ত্রের ইনফেকশনে ভুগছিলেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। সাক্ষাৎ শেষে ইলার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। স্থানীয় মহলে এই মানবিক উদ্যোগ ইতিবাচক বার্তা ছড়িয়েছে।