সিরাজগঞ্জ সংবাদদাতা : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে লাগাতর কর্মসূচি অংশ হিসেবে সম্প্রতি সিরাজগঞ্জের যমুনাসেতু পশ্চিম পাড়ে মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ফলে যমুনা সেতুর উভয়পাড়ে যান চলাচল বন্ধ রয়েছে।
সম্প্রতি যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে যায় যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের যান চলাচল।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না থাকায় লেখাপড়ার মান সঠিক না হওয়ার পাশাপাশি নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার কথা বলেন তারা।