স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ (নির্বাচনি এলাকা-১৯৫) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। গাজীপুরের সিভিল জজ ও নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মাসুমা রহমান স্বাক্ষরিত নোটিশে তাকে নির্ধারিত তারিখে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের আগেই এম. মঞ্জুরুল করিম রনি গাজীপুর সদর এলাকার সিটি কর্পোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লায় শোকসভা, মিলাদ মাহফিল ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নামে কৌশলে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য ও প্রচারণা চালিয়ে আসছেন। তার নামীয় ফেসবুক পেজ ও পূবাইল মিডিয়া সেল নামের একটি ফেসবুক আইডিতে আপলোড করা ভিডিও, লাইভ সম্প্রচার ও স্ক্রিনশট বিশ্লেষণ করে এসব কর্মকাণ্ডের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে বলা হয়।
নোটিশে আরও বলা হয়, প্রার্থীর ফেসবুক পেজে লাল ও সবুজ রঙে ধানের শীষের প্রতীক ও ‘ভোট দিন' স্লোগান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩, ১৬, ১৮ ও ২৭-এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। এসব কর্মকাণ্ড নির্বাচনি অপরাধের শামিল বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না-সে বিষয়ে আগামী ১৮ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সিভিল জজ অতিরিক্ত আদালতের অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ব্যাখ্যা না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
এছাড়া নোটিশটি দ্রুত জারী করে জারীর প্রতিবেদন অতিস্বত্বর কমিটির কার্যালয়ে প্রেরণের জন্য সদর থানা, গাজীপুরের অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।