সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়ন উত্তোলন করেন।
গতকাল বুধবার বেলা বারোটায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র উত্তোলন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সংসদীয় আসন কমিটির পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সারিয়াকান্দি উপজেলা আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক, সোনাতলা উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, শহর জামায়াতের নেতা অ্যাডভোকেট শাহিন মিয়া। মনোনয়ন ফরম উত্তোলন শেষে অধ্যক্ষ শাহাবুদ্দিন দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক ম-ল, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সোনাতলা উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা জহুরুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।