আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশাশুনি থানা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
থানা সূত্রে জানাগেছে,নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান ও ইন্সপেক্টর (তদন্ত) আবদুল ওয়াদুদ এর নির্দেশনায় এসআই আব্দুর রশিদ,এসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপড়া বাসস্ট্যান্ড এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক, প্রবেশপথ ও জনবহুল স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।