ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচারক মাওলানা আবুল কালাম আজাদ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকালে কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের উদ্যোগে খুলনা মহানগরীর ৩১ নং ওয়ার্ড, রূপসা, লবণচরা, মাথাভাঙ্গা, গল্লামারী ও হরিণটানা এলাকায় বসবাসরত কয়রা-পাইকগাছার ভোটারদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জামায়াত ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজিমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী মানবিক ও নতুন বাংলাদেশ গড়বে। বিভিন্ন ব্যবসায়ী, শ্রমজীবী, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে তিনি ইসলামের ছায়াতলে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান। সাথে সাথে তাদের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তার সঙ্গে কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুল, সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু ও হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান কবীর, লবণচরা থানা আমীর মোজাফফর হোসাইন, থানা সেক্রেটারি মাহমুদুল হাসান জিকু, বায়তুলমাল সেক্রেটারি আব্দুর রহমান খান, ইসলামীর ছাত্রশিবিরের থানা সভাপতি মোকাররম হোসেন ও সেক্রেটারি নাহিদ ইসলাম, ৩১ নং ওয়ার্ড আমীর নূর হোসাইন বাবুল, সেক্রেটারি ফিরোজ মাহমুদ, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম উজ্জ্বল, লবণচরা ইউনিট সভাপতি মহসিন হাওলাদার, ইসলামপাড়া ইউনিট সভাপতি মো. বেলাল হোসাইন, সেক্রেটারি শাহাদাত হোসেন খোকন, আমতলা ইউনিট সভাপতি মো. শাহ আলম, শহীদ রাজা ইউনিট সেক্রেটারি মাহমুদুল হাসান ইমন, রহমানিয়া ইউনিট সভাপতি মো. নাঈম ইসলাম, সেক্রেটারি মো. ইয়াসিন, হঠাৎ বাজার ইউনিট সভাপতি মো. আবুল কাশেম, বোখারিয়া ইউনিট সভাপতি মো. আল আমিন, পেশাজীবী ইউনিট সভাপতি এডভোকেট মো. শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলী হায়দার নিরু, ছাত্রশিবির নেতা মো. মামুন, কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ আবু ইসহাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামীর বাংলাদেশ যদি আমরা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত না করতে পারি, তাহলে এই দেশ ব্যর্থ হবে। তাই আসুন, অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলি। তিনি আরও বলেন, দেশকে ভালো রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই তাই আমাদের একটি বারের জন্য হলেও ভোট দিয়ে সহযোগিতা করুন। তিনি বলেন, ‘জামায়াতের প্রার্থী বিজয়ী হলে নারীদের, বিশেষ করে বোনদের জন্য সর্বাধিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।