নীলফামারী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি প্রবীণ সদস্য (রুকন) সখীউল আলম ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মহিলা বিভাগের সেক্রেটারি কানিজ ফাতেমার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো পৃথক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। সখীউল আলম-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, সখীউল আলম-এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। তার নেতৃত্ব সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী মানসিকতা নেতাকর্মীদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার সাবেক সেক্রেটারি, প্রবীণ সদস্য (রুকন) সখীউল আলম ১৯৯২ সালে সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব বাতিলের মামলার প্রতিবাদ মিছিলে ছাত্রলীগের হামলায় পঙ্গুত্ববরণ করেন। সে অবস্থায় মঙ্গলবার ভোর ৫-৩০টায় ৭৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। মঙ্গলবার বিকাল ৪-১৫ টায় জানাযা শেষে তাকে নীলফামারী জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
অপর এক শোকবার্তায়, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি কানিজ ফাতেমা-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, কানিজ ফাতেমা-এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহিলাদের মাঝে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, কানিজ ফাতেমা কার্ডিয়াক এর স্টেজনতি কারণে ৬০ বছর বয়সে ব্রাহ্মণবাড়িয়ার মহিউদ্দিননগরে গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ঐদিন রাত ৯টায় জানাযা শেষে তাকে সুলতানপুরের মহিউদ্দিননগর কবরস্থানে দাফন করা হয়েছে।