লালমনিরহাট সংবাদদাতা : ‘লালমনিরহাটে পুলিশের টহল দলের সামনে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় ১৪ লাখ টাকা লুট’ শিরোনামে একাধিক মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এদিকে ওই ঘটনায় লালমনিরহাটের তিস্তা টোল প্লাজার টোল আদায়কারী ঠিকাদারের পক্ষে দায়েরকৃত মামলায় গত শুক্রবার রাতে গোকুন্ডা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ২নং আসামী তিস্তা পশ্চিম গুরিয়াদহ এলাকার সাহেব উদ্দিনের ছেলে আবু বক্কর (৪৮) ও এজাহারের ৫নং আসামী তিস্তার দালালপাড়া এলাকার আকবর আলীর ছেলে হাসানুল ওরফে মাফু (৪০)।
লালমনিরহাট জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে যা উল্লেখ করা হয়েছে গত ২৩ এপ্রিল আনুমানিক বিকেল সাড়ে ৩টায় লালমনিরহাট সদর থানাধীন তিস্তা টোল প্লাজায় তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল টোল প্লাজা অতিক্রমকালে টোল সংগ্রহকারী মোটরসাইকেলটি থামানোর সংকেত দেন। মোটরসাইকেল চালক মাহফুজার রহমান রাজু টোল দিতে অস্বীকৃতি জানান এবং তারা টোল দেন না বলে উল্লেখ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয় এবং টোল প্লাজার অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাইওয়ে-১ এর দায়িত্বরত এসআই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাত আনুমানিক সাড়ে সাতটায় মোটরসাইকেল চালক মাহফুজার রহমানের নেতৃত্বে একাধিক মোটরসাইকেল ও অটোরিকশায় প্রায় ২৫/৩০ জন ব্যক্তি টোল প্লাজায় উপস্থিত হয়ে টোল প্লাজার কর্মচারী জুয়েলকে ঘিরে ধরে এবং এলোপাথাড়ি মারপিট করতে থাকে। এতে তার মাথা ফেটে যায়। তারা টোল প্লাজার ম্যানেজারকেও মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোল প্লাজার আহত কর্মচারীদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
উক্ত ঘটনায় টোল প্লাজায় কোন ভাঙচুর অথবা ডাকাতির ঘটনা ঘটে নাই। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছে যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলা নং ৬২।
লালমনিরহাট জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা মোঃ মাহফুজার রহমান ওরফে রাজু (৪০) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি এলাকার আবদুস সামাদ ব্যাপারীর ছেলে।
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন অভিযুক্ত মাহফুজার রহমান ওরফে রাজু কে গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন।
অপর দিকে লালমনিরহাট সদর থানায় এ সংক্রান্ত ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে দায়েরকৃত মামলার বাদী তিস্তা টোল প্লাজার টোল আদায়ের জন্য সরকারি ভাবে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রানা কনস্ট্রাকশনের পরিচালক মন্ডলীর সদস্য মোঃ নাজমুল আলম ওরফে নাজু (৫৫)। নাজমুল আলম ওরফে নাজু রংপুর জেলা যুবদলের সভাপতি।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ও লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরনবী বলেন, তিস্তা টোল প্লাজায় হামলার ঘটনা নিয়ে কয়েকটি মিডিয়ায় সংবাদ প্রচারে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। বিভ্রান্তি নিরসনের জন্য লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরনবী এক প্রশ্নের জবাবে বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা দায়ের করেছে, তিস্তা টোল প্লাজা কর্তৃপক্ষের পক্ষ থেকে। মামলার তদন্তের পাশাপাশি শুক্রবার রাতে এজাহারভুক্ত ২নং ও ৫নং আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।