নোয়াখালী সংবাদদাতা
গতকাল মঙ্গলবার নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাদের নিয়ে দৈনিক সংগ্রামের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন জেলার সংবাদদাতাদের নিয়ে দৈনিক সংগ্রামের নানান পরিকল্পনা বিষয়ে মতবিনিময় করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার বিএসসি বিএডি। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেনারেল ম্যানেজার আবুল হোসেন চৌধুরী। আরও বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক ও বিজ্ঞাপন ম্যানেজার আসহাবুর রহমান আফতাব।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দৈনিক সংগ্রাম, নোয়াখালী জেলার আয়োজনে আল-ফারুক ট্রাস্ট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ইসহাক খন্দকার বলেন, দৈনিক সংগ্রামকে জনগণের কথা ও সত্য ন্যায়ের পক্ষে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।
নোয়াখালী জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা সংবাদদাতা আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা রোকন উদ্দিন, কুমিল্লা সংবাদদাতা রেজাউল করিম, লক্ষীপুর সংবাদদাতা সেলিম উদ্দিন নিজামী ও নোয়াখালী সদর উপজেলা সংবাদদাতা মো. আবু তাহের। সংবাদদাতারা তাদের নানান সমস্যা নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন পরামর্শমূলক পরিকল্পনা উপস্থাপন করেন।