বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একটি ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। রমযান শুধুমাত্র রোজা রাখা নয়, এটা একটি মুসলিম সংস্কৃতি, বিগত সময়গুলো থেকে এবারের ঈদ কিছুটা ব্যতিক্রম। অনেক রক্ত ও জীবন এবং দীর্ঘ ত্যাগের বিনিময়ে ইসলামী ছাত্রশিবির আজকের এ জায়গায় এসেছে। এর আগে আমাদের অনেক ভাই নিজের বাড়িতে ঈদ করাতো দূরের কথা পিতার জানা যায় পর্যন্ত শরীক হতে পারেননি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম চেতনাছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের লড়াই, এ চেতনা এসেছে ইসলাম থেকে। এজন্য জুলাই চেতনাকে ধারণ করে আল্লাহর দেয়া বিধান আল কুরআন, সুন্নাহ এবং রাসুলুল্লাহ সাঃ এর জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি কাজ করতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। এছাড়া ইসলামী ছাত্র শিবিরকে সকলের জন্য, দেশের জন্য, সারা পৃথিবীর জন্য রহমত হয়ে উঠতে হবে।

গত মঙ্গলবার (০১ এপ্রিল) ফেনী শহর শাখা শিবিরের উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত ঈদ প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা.ফখরুদ্দিন মানিক, মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবিদ, বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এড. এ এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি আবদুর রহিম, সহকারী সেক্রেটারি এড. জামাল উদ্দিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তানভীর উদ্দিন।

ফেনী শহর শিবিরের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত ঈদ প্রীতি সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি নুরুল আবছার, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, সাবেক ফেনী শহর সভাপতি গোলাম আজাদ ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক ফেনী শহর উত্তর সভাপতি মহিউদ্দিন, সাবেক সভাপতি সালাউদ্দিন কিরণ, সেক্রেটারি ইমাম হোসেন আরমান, জেলা সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি আবু হানিফ হেলাল প্রমুখ।