আনোয়ারা-কর্ণফুলী ঐক্য পরিষদ

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘আনোয়ারা-কর্ণফুলী ঐক্য পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দুই উপজেলার সমমনা পেশাজীবীদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বর্তমান উচ্চপদস্থ কর্মরত কর্মকর্তা ও বিভিন্ন পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ যুক্ত হয়েছেন। সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন দি পিপলস ভিউ-এর ডেপুটি এডিটর ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সামসাদ সাত্তারসহ আরও অনেকে।

স্মরণ সভা

আদমদীঘি (বগুড়া) : দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার এক বছরপুর্তি উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রতিনিধির আয়োজনে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি আবু মুত্তালিব মতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সহ সভাপতি গোলাম মোস্তফা , বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, মিজানুর রহমান, অভিলাশ কুমার প্রমুখ।

পাশে দাঁড়ালেন ইউএনও

গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে প্রতিবন্ধী জয়নাল আলীর বসতবাড়িতে অগ্নিকান্ডে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লায় এই অগ্নিকান্ড ঘটে।

খবর পেয়ে সকালেই চাল, ডাল, কাপড় ও নগদ টাকাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন এবং ঘুরে দাঁড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, বিএনপি নেতা দুলাল সরকার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে সরকারি ও বেসরকারি সংস্থার (জিও-এনজিও) কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করে বাংলাদেশ কারিতাস রাজশাহী বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে পত্মীতলা এরিয়ার টিসিআরপি প্রকল্পের ফিল্ড এনিমেটর মি.সলোমন হাঁসদা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, টিসিআরপি প্রকল্পের কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক এনিমেটর মিস লিনা বিশ্বাস, আঞ্চালক পরিচালক ড. আরোক টপ্য, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. আগষ্টিন রাতিয়া নুনিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলন

নেত্রকোনা সংবাদদাতা : বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের অজহর রোড এলাকায় মহিলা পরিষদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মহিলা পরিষদ জেলা শাখা।

সংবাদ সম্মেলনে নভেম্বর ২০২৪ - নভেম্বর ২০২৫ সালের কার্যক্রম তুলে ধরে মহিলা পরিষদেও জেলা কমিঠির সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি জানান, ৫৮টি অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে ৪৪টি। সালিশের মাধ্যমে মীমাংসিত হয়ে সংসারে ফিরে গিয়েছেন ৩৫জন। অমীমাংসিত উভয়পক্ষ সময় নিয়েছে দুইটি। বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দেনমোহর পরিশোধ করা হয়েছে চারটি। জাতীয় আইনগত সহায়তা সংস্থায় মামলার জন্যে প্রেরণ করা হয়েছে তিনটি। ২০২৪-২৫ সালের নভেম্বর পর্যন্ত উভয়পক্ষ মীমাংসিত না হওয়ায় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দেনমোহর পরিশোধ করে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ভিকটিমদের মাঝে তুলে দেওয়া হয়েছে।

আলোচনা সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে কিশোরগঞ্জের হোসেনপুরে জাঁকজমকপূর্ণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হোসেনপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নূরুল বাসেত। বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, বিশেষ অতিথি হোসেনপুর সরকারি কলেজের অধ্যাপক মোঃ কামরুল আহসান, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মানসুরুল হক রবিন, হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।

নবীনবরণ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলা উপজেলার ফুলকুঁড়ি মডেল কিন্ডারগার্টেন স্কুলের পিএসসি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্প্রতি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুলের সভাপতি সৈয়দ মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মো: এরফান আলী মাষ্টার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য ও নয়াদিগন্তের রিপোর্টার মিনাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মো: আল মামুন, শিক্ষক সৈয়দ হামিদুল প্রমুখ।

মতবিনিময় সভা

মাগুরা সংবাদদাতা : মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত প্রশাসক সার্বিক মোঃ আব্দুল কাদের, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শামীম খান, মোহাম্মদ সাইফুল্লাহ, শরীফ তেহেরান আলম টুটুল, মাসুম বিল্লাহ কলিন্স, নাঈমুর রহমান দূর্জয়, জয়ন্ত জোয়ারদার, মনুজান খাতুন ও শিউলি আফরোজ সাথীসহ অন্যরা। মতবিনিময় সভায় বক্তারা জেলায় শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাস্তার পাশে অবৈধ দোকানপাটের দখল, টোপ (বিকাশ প্রতারক) কারেন্ট জালও মাদক নিয়ন্ত্রণ সম্পর্কে নানা মুখি সুপারিশ তুলে ধরেন। মতবিনিময় মাগুরা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান

শান্তিগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বিদ্যালয়গুলোর মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। যৌথভাবে সঞ্চালনা করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী এবং সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবি।